কুষ্টিয়ায় রেলসেতুর নিচে নারীর মরদেহ, ছেলের দাবি ‘হত্যা’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৭, ১ নভেম্বর ২০২৫
ছবি : ইন্টারনেট
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রেলসেতুর নিচ থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স প্রায় ৫২ বছর।
পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীটিকে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের ঘটনাও ঘটতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
নিহত নারীর ছেলে জানান, তার মায়ের মানসিক সমস্যা ছিল। তিন-চার বছর ধরে এই সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে তাকে গোয়ালন্দ রেলস্টেশনে দেখি। তারপর থেকে আর কোনো খোঁজ পাইনি। সকালে খবর পাই কুষ্টিয়ায় লাশ পড়ে আছে। এসে দেখি মা মারা গেছেন—মাথায় আঘাতের দাগ আছে। আমার মনে হয়, তাকে হত্যা করা হয়েছে।”
স্থানীয়রা জানান, শনিবার সকাল ছয়টার দিকে রেলসেতুর নিচে রক্তাক্ত মরদেহটি দেখতে পান কয়েকজন পথচারী। পরে তারা থানায় খবর দেন।
পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ বলেন, “মরদেহে মাথায় আঘাতের ক্ষত পাওয়া গেছে। বিষয়টি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছি। তবে এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না।”
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। প্রতিবেদন এলেই প্রকৃত কারণ জানা যাবে।”
মরদেহের ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। নিহত নারীর ছেলে জানান, মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তারা।
