রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

কুষ্টিয়ায় রেলসেতুর নিচে নারীর মরদেহ, ছেলের দাবি ‘হত্যা’

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬:৫৭, ১ নভেম্বর ২০২৫

কুষ্টিয়ায় রেলসেতুর নিচে নারীর মরদেহ, ছেলের দাবি ‘হত্যা’

ছবি : ইন্টারনেট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রেলসেতুর নিচ থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স প্রায় ৫২ বছর।

পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীটিকে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের ঘটনাও ঘটতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

নিহত নারীর ছেলে জানান, তার মায়ের মানসিক সমস্যা ছিল। তিন-চার বছর ধরে এই সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে তাকে গোয়ালন্দ রেলস্টেশনে দেখি। তারপর থেকে আর কোনো খোঁজ পাইনি। সকালে খবর পাই কুষ্টিয়ায় লাশ পড়ে আছে। এসে দেখি মা মারা গেছেন—মাথায় আঘাতের দাগ আছে। আমার মনে হয়, তাকে হত্যা করা হয়েছে।” 

স্থানীয়রা জানান, শনিবার সকাল ছয়টার দিকে রেলসেতুর নিচে রক্তাক্ত মরদেহটি দেখতে পান কয়েকজন পথচারী। পরে তারা থানায় খবর দেন।

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ বলেন, “মরদেহে মাথায় আঘাতের ক্ষত পাওয়া গেছে। বিষয়টি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছি। তবে এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না।”

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। প্রতিবেদন এলেই প্রকৃত কারণ জানা যাবে।”

মরদেহের ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। নিহত নারীর ছেলে জানান, মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তারা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ