কুড়িগ্রামে ২১ দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন
এম. এ. আযম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৫:১০, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩৫, ১ নভেম্বর ২০২৫
ন্যায্য বেতন, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে ২১ দফা দাবি উপস্থাপন করে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন জেলার ৯ উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাংবাদিকরা ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান। বক্তব্য রাখেন সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ সাহেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক সাওরাত সোহেল ও খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি ও কেজিইউজের যুগ্ম আহ্বায়ক তামজিদ হাসান তুরাগ।
বক্তারা বলেন, সাংবাদিকদের জীবন-জীবিকা ও পেশাগত নিরাপত্তা এখন হুমকির মুখে। অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
