কুলাউড়ায় সীমান্তে ১৩ ভারতীয় গরু আটক বিজিবির
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫:০৭, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৩, ১ নভেম্বর ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৩টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দত্তগ্রাম বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি সমাজকালকে নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে দত্তগ্রাম সীমান্তে টহল দল অবস্থান নেয়। এ সময় ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মালিকবিহীন অবস্থায় ১৩টি গরু আটক করা হয়।
তিনি আরও বলেন, গরুগুলো আটক করার পর স্থানীয় একটি চোরাকারবারী চক্র এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গরুগুলো নিজেদের দাবি করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুলাউড়া ও পার্শ্ববর্তী এলাকায় ভারতীয় গরু পাচারের প্রবণতা বেড়ে গেছে। এরই মধ্যে সীমান্তরক্ষীরা একাধিকবার এমন অভিযান চালিয়ে গরু আটক করেছে।
বিজিবি বলছে, সীমান্তে অবৈধ চোরাচালান, গরু পাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
