বিশেষ অভিযানে চার মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৩:২৭, ১ নভেম্বর ২০২৫
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে চার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোঃ আমিন ওরফে মাহত আমিন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আমিন টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, কক্সবাজার ও বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত এই বাহিনী হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান দমন ছাড়াও ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ অক্টোবর) সকালে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পলাতক আসামি মাহত আমিন কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন,“গ্রেফতারকৃত মাহত আমিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। র্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”
র্যাব-১৫ জানায়, জননিরাপত্তা ও মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
