রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

বিশেষ অভিযানে চার মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৩:২৭, ১ নভেম্বর ২০২৫

বিশেষ অভিযানে চার মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে চার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোঃ আমিন ওরফে মাহত আমিন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আমিন টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, কক্সবাজার ও বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত এই বাহিনী হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান দমন ছাড়াও ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ অক্টোবর) সকালে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পলাতক আসামি মাহত আমিন কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন,“গ্রেফতারকৃত মাহত আমিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। র‌্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

র‌্যাব-১৫ জানায়, জননিরাপত্তা ও মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ