শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

 বেনাপোল বন্দর কেলেঙ্কারি: ২ আনসার কমান্ডার প্রত্যাহার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮:০৫, ১৭ অক্টোবর ২০২৫

 বেনাপোল বন্দর কেলেঙ্কারি: ২ আনসার কমান্ডার প্রত্যাহার

যশোরের বেনাপোল স্থলবন্দরে অবৈধ পণ্যচালান পাচারে জড়িত থাকার অভিযোগে দুই আনসার প্লাটুন কমান্ডারকে প্রত্যাহার করেছে বন্দর কর্তৃপক্ষ। একই ঘটনায় বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফাত সার্ভিসেস লিমিটেডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকেও বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে এ সিদ্ধান্ত নেয় বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। প্রত্যাহার হওয়া আনসার কর্মকর্তারা হলেন শ্রী অসিত কুমার বিশ্বাস ও ইয়ামিন কবির।

সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানার ভবেরভেড় বাইপাস সড়কে ট্রাক টার্মিনালের সামনে বিজিবি টহল দল ঢাকা মেট্রো ট–২২–৭৫৬৬ নম্বরের একটি ট্রাক থেকে অবৈধ পণ্যচালান আটক করে। পরদিন (২৩ সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে দেখা যায়, ওইদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্গো ভেহিকেল টার্মিনালের ৯, ১০, ১১ ও ছোট আচড়া মোড় গেটে দায়িত্বরত আনসার সদস্য নাজমুল হক, কৃষ্ণ কুমার দাস, আনন্দ কুমার দাস ও রাসেল শেখ পাচারচক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের সঙ্গে দুই প্লাটুন কমান্ডার অসিত কুমার বিশ্বাস ও ইয়ামিন কবীরের নামও আসে প্রতিবেদনে।

এ প্রেক্ষিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট আনসার সদস্যদের প্রত্যাহার এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৫ অক্টোবর থেকে তাঁদের বায়োমেট্রিক হাজিরা স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত অনিয়মের অভিযোগের সত্যতা মেলায় আল আরাফাত সার্ভিসেস লিমিটেডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (উপসচিব) শামীম হোসেন রেজা বলেন,`যাতে অভিযুক্তরা আর বন্দরের ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর নজরদারি চালানো হবে।‘
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে