যাত্রাবাড়ীতে কলেজছাত্রকে কুপিয়ে আইফোন ও টাকা ছিনতাই
শনির আখড়ায় রাতের আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৪, ৭ অক্টোবর ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক কলেজছাত্র। আহত শিক্ষার্থীর নাম আবাবিল আদিত্য আল ইসলাম (২২)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে।
আদিত্যর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বয়লা গ্রামে। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তবে গত এক বছর ধরে রাজধানীর শনির আখড়া এলাকায় থেকে আইইএলটিএস কোর্স করছিলেন।
গ্রামের প্রতিবেশী আলিফ হোসেন রোহান জানান, রাত দুইটার দিকে আদিত্য একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে জানান যে তাকে ছিনতাইকারীরা কুপিয়ে আহত করেছে। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আদিত্যকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান।
রোহানের ভাষ্য অনুযায়ী, ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হয়েছিলেন আদিত্য। শনির আখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় দুই কিশোর তার পথরোধ করে টাকা ও মালামাল দিতে বলে। অস্বীকৃতি জানালে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে আরও তিন যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ছিনতাইকারীরা আদিত্যর আইফোন ১৬ প্রো, স্যামসাং এস২০ আলট্রা মোবাইল ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, `আদিত্যকে ভোরে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।‘
ঘটনার পর যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
