শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

| ২৩ কার্তিক ১৪৩২

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডের সড়কে বরাদ্দ ১৪৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩২, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:০৩, ৭ অক্টোবর ২০২৫

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডের সড়কে বরাদ্দ ১৪৮ কোটি টাকা

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের সড়ক খাতে বরাদ্দ করা ১৪৮ কোটি টাকার ১২৭টি প্রকল্প অনুমোদন হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) ডিএসসিসি পরিচালনা কমিটির ৯ম করপোরেশন সভায় এই অনুমোদন পায়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া।

এ সময় ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, বৃষ্টির পানিতে রাস্তার সংস্কার বা মেরামত টেকসই হয় না। এ কারণে ডিএসসিসি আওতাধীন বিভিন্ন সড়কের মেরামত ও উন্নয়ন কিছুটা ব্যাহত হয়েছে। তবে জনদুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সংস্কার করা হবে।

করপোরেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব খাতভুক্ত নিয়মিত পদে নিয়োজিত স্থায়ী কর্মচারীদের জন্য অবসারপ্রাপ্ত কর্মচারী অবসর ভাতা ও অবসরজনিত সুবিধাদি পরিকল্পমালার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া সভায় ‘অবসরজনিত পেনশন ও আনুতোষিকের ক্ষেত্রে সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ এবং ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ অনুযায়ী প্রস্তুত করা পরিকল্পমালা নীতিগত অনুমোদনপূর্বক চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এ ছাড়া করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের অবসরজনিত বিদায়কালীন এককালীন ৪ লাখ টাকা ও চাকরিকালীন মৃত্যুতে দাফন বা সৎকারের জন্য ১০ হাজার এবং পরিবারকে এককালীন ৩ লাখ টাকা অনুদান প্রদান সংক্রান্ত নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধির সমন্বয়ে পরিচালনা কমিটির ২৫ জন সদস্য অংশ নেন। সভার শুরুতে গত ১১ আগস্ট অনুষ্ঠিত ৮ম করপোরেশন সভার কার্যবিবরণী বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

মাশরাফির স্ট্যাটাসে প্রতিক্রিয়া; নারী ক্রিকেটে অভিযোগ তদন্তে প্রভাবমুক্ততার আহ্বান
গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে: নওশাদ জমির
চট্টগ্রামে সরোয়ার হত্যায় গ্রেপ্তার ২
সরকার নিজেই নির্বাচন ব্যাহত করতে চায়- সমাবেশে ফখরুল
দুবাইয়ে স্কুল, হিঞ্জে প্রেম-যেভাবে মামদানির জীবনে এলেন রামা দুয়াজি
হজ ২০২৬ নিবন্ধন শুরু; সংখ্যালঘু মুসলিম দেশগুলোর জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মে সরাসরি সুযোগ
নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
২০২৫: রেকর্ড গরমের শীর্ষ তিনে থাকবে বছরটি জাতিসংঘের সতর্কবার্তা
ফেসবুকে বকাবকি, মুখ খুললেন স্নিগ্ধ
জাতিসংঘের নিষেধাজ্ঞা থেকে মুক্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
ইন্দোনেশিয়ায় জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৫৪
দল নিবন্ধের দাবিতে তারেকের অনশনের ৬৯ ঘণ্টা
সবার শীর্ষে পপ আইকন টেইলর সুইফট..!
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি
নির্বাচনে ‘নিজস্ব সক্ষমতায়’ লড়বে এনসিপি
তিন কারণে হারল ইউরোপের রাজারা
চাঁদপুর পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আতঙ্ক
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের
পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে নিষেধ নেই: হকি ইন্ডিয়া