আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬:১৭, ৬ অক্টোবর ২০২৫
ঢাকার আশুলিয়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গী–আশুলিয়া–ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় অবস্থিত আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কারখানার শ্রমিকদের বরাতে জানা যায়, প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক সেখানে কর্মরত। দুপুর ১২টার কিছু পরেই কারখানার দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত দেখতে পান শ্রমিকরা। দ্রুতই কর্তৃপক্ষ সব শ্রমিককে নিরাপদে বের করে আনে।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, ডিইপিজেড ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, এবং পরে আরও তিনটি অতিরিক্ত ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের জোন–৪ এর উপ–পরিচালক আলাউদ্দিন জানান,`আগুনের তীব্রতা বেশি হওয়ায় বিভিন্ন স্টেশন থেকে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছে। সব মিলিয়ে মোট ৯টি ইউনিট কাজ করছে। আগুন এখন নিয়ন্ত্রণের মধ্যে আসছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।’
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, আশপাশের কারখানাগুলো থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে, যাতে আগুন ছড়িয়ে না পড়ে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা গেছে।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
