ধানমন্ডি লেক থেকে তরুণের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩৬, ৫ অক্টোবর ২০২৫
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ১৮ বছর বয়সী এই তরুণের নাম ওমর ফারুক।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বাবার মাছের ব্যবসায় সহযোগিতা না করায় তাকে বকাবকি করা হয়েছিল। পরে সে আর বাসায় ফেরেনি।
রবিবার (৫ অক্টোবর) সকালে ওই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান, উদ্ধার করা তরুণের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ফারুকের বাসা হাজারীবাগের বউবাজার ট্যানারি মোড় এলাকায়। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ে সে আর পড়েনি। তার বাবা আব্দুল কুদ্দুস মোল্লা এলাকায় মাছের ব্যবসা করেন।
পুলিশ কর্মকর্তা আলীম বলেন, ‘বাবাকে মাছের ব্যবসায় সহযোগিতা করতে গত শুক্রবার তার মা বকাবকি করেছিল। এরপর সে বাসা থেকে বের হয়ে যায়।’
ময়নাতদন্তের জন্য ফারুকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।
