ছারপোকার ওষুধে যুবকের মৃত্যু
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৩, ২ অক্টোবর ২০২৫
বাসায় ছারপোকার ওষুধ দেওয়া হয়েছিল। রাতে সেই ঘরে ঘুমিয়ে ছিলেন এক যুবক। সকালে তাকে ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনাটি রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার। সেখানকার একটি বাসা থেকে মো. জীবন হোসেন (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছারপোকা মারার কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবন হোসেনের বাবা নুর ইসলাম বলেন, আমরা বাবা ও ছেলে মিলে ভাঙারি ব্যবসা করি। বুধবার দিনগত রাত ১১টার দিকে বাসার সব রুমে ছারপোকার ওষুধ দিয়ে কাজে বেরিয়ে যান। পরিবারে অন্যান্যরা গতরাতে আত্মীয়র বাসায় চলে যায়। পরে রাতে আমার ছেলে এসে তার রুমের ঘুমায়। আজ সকালে এসে ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
