রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৪:২৩, ১ অক্টোবর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট


বুধবার (১ অক্টোবর) সকাল থেকে নারায়ণগঞ্জ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের একাধিক স্থানে স্থবির হয়ে পড়ে যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

স্থানীয়রা জানান, দড়িকান্দি এলাকায় রড বহনকারী একটি বড় ট্রাক বিকল হয়ে পড়ায় চট্টগ্রামমুখী লেনে গাড়ির সারি দীর্ঘ হয়। পাশাপাশি বৃষ্টি ও দ্বিগুণ যানবাহনের চাপ মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে লাঙ্গলবন্দ থেকে চিটাগাংরোড ও সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। অনেকেই নিরুপায় হয়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন।

যানজটে আটকে থাকা যাত্রী ইয়াছিন আরাফাত বলেন, “লাঙ্গলবন্দ থেকে চিটাগাংরোড ছাড়িয়ে যানজট লেগেছে। অনেকক্ষণ ধরে আটকে আছি।” আরেক যাত্রী শরীফ জানান, “কাঁচপুর এলাকায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি এক ইঞ্চিও নড়ছে না। কতক্ষণ লাগবে আল্লাহ জানেন।”

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, বিকল হওয়া ট্রাকের কারণে যানজট সৃষ্টি হয়েছিল। গাড়ির চাপও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। একইভাবে কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, “বৃষ্টি ও গাড়ির চাপের কারণে যানজট হয়েছিল। তবে এখন ধীরে ধীরে সড়ক ক্লিয়ার করা হচ্ছে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু