রাজধানীতে ৬ ঘণ্টায় ১৩২ মিমি বৃষ্টি, ঢাকায় রেকর্ড ভাঙা বর্ষণ
রাজধানীতে টানা বৃষ্টি, রেকর্ড ভাঙা বর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪০, ১ অক্টোবর ২০২৫
রাজধানী ঢাকায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে হঠাৎ শুরু হওয়া বজ্রসহ বৃষ্টি মাত্র ছয় ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ১৩২ মিলিমিটার, যা দেশের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ২০৩ মিলিমিটার—এবারকার মৌসুমে ঢাকার সর্বোচ্চ বর্ষণ হিসেবে ধরা হচ্ছে এটিকে।
রাত দুইটার দিকে আকাশ জুড়ে তীব্র বজ্রপাত ও বিদ্যুতের চমক দেখা যায়, যার শব্দে ঘরে ঘরে অনেকেই ঘুম থেকে উঠে পড়েন। ঢাকার কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে। পুরান ঢাকার শরিফুল ইসলাম বলেন, “প্রতিদিনের মতো আজ ফজরের নামাজে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির তীব্রতায় ছাতা নিতে হয়েছে।”
ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, বজ্রপাত ও বৃষ্টির কারণে কয়েকটি এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেলেও তা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। সূত্রাপুরে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিসংযোগ, সদরঘাট ও আজিমপুরে গ্যাস থেকে আগুন লাগার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে আগুন ইতোমধ্যে নিভে গেছে। তবে উল্লেখযোগ্য কোনো দুর্ঘটনা ঘটেনি।
ঢাকার পাশাপাশি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তরাঞ্চলের বগুড়াসহ বিভিন্ন এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ভারী বর্ষণ হিসেবে ধরা হয়।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর জানান, পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। তিনি আরও বলেন, “বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার এই প্রবণতা আগামী ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে চলতে পারে।”
সংক্ষেপে, ঢাকার এই রেকর্ড ভাঙা বৃষ্টি শুধু রাজধানী নয়, সারাদেশেই আবহাওয়ার অস্থিরতা বাড়িয়েছে। নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
