জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ জন
ধামরাই সংবাদদাতা
প্রকাশ: ২১:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে শাকিল হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টার দিকে ধামরাইয়ের সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শাকিলের সঙ্গে স্থানীয় মুকুল, রুবেল, স্বপন গংদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে পূজামণ্ডপ দেখে ফেরার পথে সিংশ্রী বাজার সংলগ্ন স্থানে তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে তার মাথা ও বুকে গুরুতর জখম হয়। স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে গুরুতর আহত শাকিলকে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে সেখান থেকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মামা সোহরাব হোসেন বাদী হয়ে ধামরাই থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে শাকিলকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
