রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ
নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা মহানগরীতে আসন্ন দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীতে মোট ২৫৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও এর মধ্যে ৮৯টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, এবারের পূজা ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই। তবুও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা, সিটিটিসি, সাইবার ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা দায়িত্ব পালন করবেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা দিতে চার স্তরের ব্যবস্থা রাখা হয়েছে। ২৪ ঘণ্টা মোতায়েন থাকবে পুলিশের বিশেষ টহল টিম। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত পরিদর্শন করবেন। প্রতিটি মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে, যাতে কোনো ধরণের অপ্রত্যাশিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।
পুলিশ বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিশেষ করে রাতে ভক্তরা মন্দির ত্যাগ করার পর অন্তত দুজন স্বেচ্ছাসেবক মন্দিরে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনারের ভাষায়, “আমরা চাই দুর্গাপূজা একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হোক। তাই সবার সহযোগিতা এবং সতর্কতাই আমাদের নিরাপত্তার মূল শক্তি।”
