সড়ক ছাড়লেন মালয়েশিয়া প্রবাসী প্রার্থীরা
নভেম্বরেই যাচ্ছে প্রথম ধাপে ৫০০ জন
নিজস্ব প্রতিবদেক
প্রকাশ: ১৮:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৫
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীরা। দীর্ঘদিন ধরে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও প্রবাস যাত্রা সম্ভব না হওয়ায় তারা ৫ দফা দাবিতে এই আন্দোলন শুরু করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ২–৩ বছর ধরে অপেক্ষায় থাকলেও মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আশ্বাসের পরও সমাধান না হওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সদস্যরা। ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলমের হস্তক্ষেপে বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের আলোচনা হয়।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম আলোচনায় জানান, ২ অক্টোবর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। সব আনুষ্ঠানিকতা শেষে নভেম্বর মাসেই প্রথম ধাপে ৫০০ জন কর্মীকে মালয়েশিয়া পাঠানো হবে। তিনি সতর্ক করে বলেন, বোয়েসেল ছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা লেনদেন না করতে।
আলোচনা শেষে আন্দোলনকারীরা সন্তোষ প্রকাশ করে জানান, তারা আর আন্দোলনে নামবেন না, বরং নিয়ম মেনে প্রক্রিয়া সম্পন্ন করবেন।
