জাল ভিসায় ইতালি পাঠানোর প্রতারণা, আরও এক প্রতারক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫, ৪ ডিসেম্বর ২০২৫
ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্য মাহবুবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে সিআইডি।
ভুক্তভোগী সাইফুল মিয়া গত ২২ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে জানতে পারেন—তার ভিসা জাল। পরে তিনি পল্টন থানায় মামলা করেন।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে সিআইডির মিডিয়া বিভাগ জানায়, ফরিদপুরের বাসিন্দা সাইফুলকে ইতালি নেওয়ার নামে তার বাবা বিল্লাল মিয়ার কাছ থেকে মোট ২০ লাখ টাকা নেওয়ার চুক্তি করে চক্রটি। এর মধ্যে পাঁচ লাখ টাকা নগদ এবং দুই হাজার ১০০ ইউরো আগেই তুলে নেয় তারা। শর্ত ছিল—ইতালিতে পৌঁছানোর পর বাকিটা পরিশোধ করা হবে।
কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশনে চেক করতে গিয়ে জানা যায়, সাইফুলের ভিসা ভুয়া। প্রতারকদের ফোন বন্ধ পেয়ে বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগীরা। পরে টাকা ফেরত চাইলে চক্রের লোকজন তাদের হুমকি দেয়।
মামলার পর চক্রের প্রধান জোসনা খাতুন এবং সহযোগী মিলন মিয়াকে ২৩ নভেম্বরই গ্রেপ্তার করে সিআইডি। সর্বশেষ গ্রেপ্তার হওয়া মাহবুবুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
