রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

জুলাই যোদ্ধাদের চিকিৎসা-পুনর্বাসন রাষ্ট্রের দায়িত্ব, মানববন্ধনে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১০, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০২:১৪, ৪ ডিসেম্বর ২০২৫

জুলাই যোদ্ধাদের চিকিৎসা-পুনর্বাসন রাষ্ট্রের দায়িত্ব, মানববন্ধনে বক্তারা

জাতীয় প্রেসক্লাবের সামনে বাডি’র মানববন্ধন। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনে রাষ্ট্রকে অবিলম্বে দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে।রাজধানীতে এক মানববন্ধনে বক্তারা বলেছেন, জুলাই আন্দোলনে আহত ও নিহত যোদ্ধাদের রক্তের বিনিময়েই ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ডিজএবিলিটি দিবস উপলক্ষে বাংলাদেশ অটিজম অ্যান্ড ডিজএবিলিটি ইনস্টিটিউট (বাডি) এই মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে আহত বহু যোদ্ধা আজও যথাযথ চিকিৎসা, কর্মসংস্থান, বাসস্থান ও নিরাপত্তার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। সরকারের নীরবতা এবং পুনর্বাসনে দৃশ্যমান উদ্যোগের অভাব হতাশাজনক। 

মানববন্ধনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন বলেন, “সমাজে প্রতিবন্ধী, অটিজম বা যুদ্ধাহত কেউই অবহেলার পাত্র নয়। আহত ও জীবন্ত শহীদদের অবমাননা মানবিকতার পরিপন্থি।”

তিনি আরও বলেন, ‘এই জুলাই যুদ্ধ না হলে আজকের স্বাধীন কণ্ঠস্বর পাওয়া যেত না।’

হেলাল উদ্দিন আরও অভিযোগ করেন, ‘শহীদ ও আহতদের সরকারি তালিকা প্রকাশে ব্যর্থ হয়েছে সরকার। দ্রুত সঠিক তালিকা তৈরি করে পুনর্বাসন ও চিকিৎসায় কার্যকর উদ্যোগ নিতে হবে।’

মঞ্চ-২৪ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফেরদৌস আজিজ বলেন, “জুলাই আন্দোলনে ২০০০-এর বেশি শহীদ এবং ৩০-৩৫ হাজার যোদ্ধা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। আজও তারা যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন থেকে বঞ্চিত। এটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন মঞ্চ-২৪ এর মুখপাত্র ডিউক হুদা, জুলাই আন্দোলনের যোদ্ধা রফিকুল ইসলাম, আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ, নুরে আলম প্রমুখ। 

বক্তারা সরকারের প্রতি পাঁচ দফা দাবি জানান—

১. শহীদদের সরকারি তালিকা প্রকাশ
২. প্রকৃত আহতদের সঠিকভাবে শনাক্তকরণ
৩. চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করা
৪. আহতদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা
৫. যেন রাজনৈতিক বা অনৈতিকভাবে কেউ আহত যোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু