ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৯, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৪:৩৮, ১১ নভেম্বর ২০২৫
ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে পার্কিং অবস্থায় থাকা একটি বাসে হঠাৎ আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে। তিনি বলেন, “বাসটিতে ঠিক কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসে যাত্রী ছিল কি না কিংবা এটি পার্কিং অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
দুর্ঘটনাস্থল ল্যাবএইড হাসপাতালের সামনে হওয়ায় সাময়িকভাবে ওই এলাকার যান চলাচল ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই বাসের সামনের অংশ থেকে ঘন ধোঁয়া উড়তে থাকে। আশপাশের দোকানপাট ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।
