ডিএমপিতে পাঁচ এডিসি বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪৭, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৫:১১, ১১ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহিত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভ্যন্তরে বড় পরিসরে প্রশাসনিক রদবদল হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলির নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজিম উদ্দিন আল আজাদ-কে বদলি করে লালবাগ বিভাগে পাঠানো হয়েছে।
মোহাম্মদ আবু তাহের-কে ট্রাফিক ওয়ারী বিভাগে,
মো. শওকত আলী (এস্টেট বিভাগ)–কে রমনা বিভাগে,
মো. জাহিদ হোসেন (ট্রাফিক ওয়ারী বিভাগ)–কে মতিঝিল বিভাগে,
এবং কে এইচ এম এরশাদ (প্রটেকশন বিভাগ)–কে উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, এই বদলির উদ্দেশ্য প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও কার্যক্রমে গতি আনা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিভাগে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের রদবদল ডিএমপির নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হলেও, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ কর্মকর্তাদের কৌশলগতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়োগের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।
