তৃতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০১, ১০ নভেম্বর ২০২৫
তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ছবি: সংগৃহীত
দশম গ্রেডসহ তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সারাদেশের সব বিদ্যালয়েই চলছে কর্মবিরতি, ফলে স্থবির হয়ে পড়েছে প্রাথমিক শিক্ষাব্যবস্থা।
শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে দেশের সব বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকরা রাজধানীতে একত্রিত হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার দুপুরে শহীদ মিনার ঘুরে দেখা যায়, চারপাশে মাদুর বিছিয়ে ছায়ায় বসে কিংবা শুয়ে আছেন শত শত শিক্ষক। মাইকে ভেসে আসছে দেশাত্মবোধক গান, কবিতা এবং আন্দোলনধর্মী স্লোগান। শহীদ মিনারের বেদিতেই অবস্থান নিয়ে বক্তব্য রাখছেন শিক্ষক নেতারা।
গতকাল রোববার সন্ধ্যায় সচিবালয়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। সেখানে শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানানো হয়। তবে শিক্ষক নেতারা আন্দোলন স্থগিতে রাজি হননি।
মন্ত্রণালয়ের অনুরোধে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিলেও সাধারণ শিক্ষকরা তা মানেননি। তাদের অবস্থান— লিখিত নিশ্চয়তা ছাড়া আন্দোলন থেকে ফিরে যাওয়া সম্ভব নয়।
আজ বিকেলে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে অর্থ বিভাগের সচিবের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
তাদের প্রধান দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ
২. সম্মানজনক ভাতা ও পদোন্নতি কাঠামো পুনর্বিন্যাস
৩. . সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করা
