পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৫১, ১০ নভেম্বর ২০২৫
রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তারিক সাইফ মামুন (৫০) নামে এক ব্যক্তি। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই হাফিজ জানান, মামুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বলেন, “আমার ভাই সাধারণ মানুষ। কে কেন তাকে হত্যা করলো কিছুই জানি না।”
ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, হঠাৎ গুলির শব্দ শুনে হাসপাতালের কর্মীরা বাইরে গিয়ে দেখেন, একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, পরে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বলেন, “মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”
তদন্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নিহত তারিক সাইফ মামুনের বিরুদ্ধে আগেও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ ছিল। তিনি ২৬ বছর কারাভোগের পর ২০২৩ সালে জামিনে মুক্তি পান। মুক্তির পর আবারও ‘ইমন গ্রুপ’-এর সঙ্গে আধিপত্যের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বলে জানা যায়।
২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্পাঞ্চলে মামুনকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায় ও পরে কুপিয়ে আহত করে। সে সময় ঘটনাস্থলে থাকা এক মোটরসাইকেল আরোহী ভুবন গুলিবিদ্ধ হয়ে পরে মারা যান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার তৎকালীন ওসি মাজহারুল ইসলাম জানিয়েছিলেন, হামলাকারীরা চারটি মোটরসাইকেলে এসে মামুনকে বহনকারী প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায়। মামুন গাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
সূত্রাপুর থানা পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত টার্গেট কিলিং বলে ধারণা করা হচ্ছে। নিহতের অতীত অপরাধ ইতিহাস, আগের বিরোধ ও সাম্প্রতিক চলাফেরা—সব কিছুই তদন্ত করা হবে।
মামুনের মৃত্যুর পর পুরান ঢাকার স্থানীয় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।
