ঢাকায় শুষ্ক আবহাওয়া, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা
রাত থেকে নামবে হালকা শীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৬, ৯ নভেম্বর ২০২৫
আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকায় আজকের দিনটি কাটবে শুষ্ক ও আরামদায়ক আবহাওয়ার মধ্যে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সারাদিন আবহাওয়া শুষ্কই থাকবে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, বর্তমানে দেশের মধ্যাঞ্চলসহ রাজধানীতে ‘পরিবর্তনকালীন মৌসুম’ চলছে। বর্ষার আর্দ্রতা কমে গিয়ে এখন শুষ্ক ও তুলনামূলক ঠান্ডা বাতাস বইছে। এতে দিনে গরমের অনুভূতি কিছুটা থাকলেও বিকেল ও রাতের দিকে হালকা শীতের ইঙ্গিত মিলছে। তিনি আরও বলেন, “মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়ায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তবে আপাতত দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।”
এদিকে, আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মৌসুমের এই পরিবর্তনের সময় ঢাকায় বায়ুদূষণ বাড়তে শুরু করেছে। বাতাসের আর্দ্রতা ও ধুলাবালুর মাত্রা বৃদ্ধি পাওয়ায় পরিবেশের মান দ্রুত খারাপ হচ্ছে। তাই হাঁপানি বা শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে বের হলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।
অন্যদিকে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরে হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
