রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় জবির ১৫ শিক্ষার্থীসহ নৌকাডুবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৪, ৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৫২, ৮ নভেম্বর ২০২৫

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় জবির ১৫ শিক্ষার্থীসহ নৌকাডুবি

বুড়িগঙ্গা নদী। ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। ওই নৌকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ শিক্ষার্থী ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। একজনকে চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালকুঠি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নৌকাটিতে থাকা শিক্ষার্থীরা সবাই পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা সমাজকালকে বলেন, “নৌকাটিতে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ছিলেন। ধাক্কা লাগার পর তারা দ্রুত নদীতে ঝাঁপ দেন। সবাইকে উদ্ধার করা হয়েছে, কেউ প্রাণহানির শিকার হননি।”

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী জয় সাহা বলেন, “আমরা ঘুরতে বেরিয়েছিলাম। লালকুঠি এলাকায় কর্ণফুলী–১৪ নামের একটি লঞ্চ নোঙর করছিল। তখন হঠাৎ আমাদের নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। লঞ্চটি কাছে চলে আসায় ধাক্কা লাগে। ধাক্কার আগেই আমরা সবাই পানিতে লাফ দিই।”

নদীতে উদ্ধার অভিযান চালায় স্থানীয় মাঝি ও পথচারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের নিরাপদে তীরে তোলেন।

ওসি সোহাগ রানা আরও বলেন, “নৌকাটি ইঞ্জিনচালিত ছিল। দুর্ঘটনার সময় লঞ্চটির গতি ছিল ধীর। ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা এড়ানো গেছে।”

পুলিশ বলছে, দুর্ঘটনাকবলিত লঞ্চ ‘কর্ণফুলী-১৪’ শনাক্ত করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু