ঋণপ্রাপ্তি সহজ করতে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসার আহ্বান শিল্প উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৮, ৩ ডিসেম্বর ২০২৫
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের নতুন প্রজন্ম এখন চাকরির পেছনে ছোটা নয়, বরং নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আগ্রহী—এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে সহজে ও পর্যাপ্ত পরিমাণে ঋণ পাওয়া, আর এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে নীতি, তহবিল ও পরামর্শ সহায়তায় আরও সক্রিয় হতে হবে।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত বার্ষিক সম্মেলন এবং ‘৬৯ বছরে বিসিক: অর্জন, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প উপদেষ্টা আরও বলেন—“বিসিকের অনেক জায়গায় শিল্প প্লট খালি পড়ে আছে।
গ্যাস-বিদ্যুৎ সংযোগের সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা উদ্যোক্তাদের বড় প্রতিবন্ধকতা। দ্রুত অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সার্ভিস চালু করতে হবে। যারা উদ্যোক্তা নন, রাজনৈতিক বিবেচনায় অতীতে প্লট পেয়েছেন—তাদের প্লট বাতিল করা হবে।”
তিনি জানান, জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ এমন একটি বিসিক দেখতে চায়, যা হবে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং উদ্যোক্তা-বান্ধব।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ. মনসুর বলেন, “উদ্যোক্তাদের দেয়া ঋণের পরিমাণ এখনও খুব সীমিত। আমাদের হাতে পঁচিশ হাজার কোটি টাকা রয়েছে। কিন্তু ঋণ বিতরণে দুর্বলতা আছে—এটি বাড়াতে চাই।”
তিনি জানান, উদ্যোক্তা ও ক্রেতার মাঝে সংযোগ তৈরিতে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে জনপ্রিয় করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সাথে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।
আলোচনা শেষে শিল্প উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গর্ভনর বিসিক ভবনের নিচ তলায় অনুষ্ঠিত বিসিক বিজয় মেলা পরিদর্শন করেন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন এবং অনুষ্ঠানে বিসিক বার্ষিক সম্মেলন ২০২৫ স্যুভেনিরের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব রাশিদুল হাসান, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের প্রতিনিধিরা এবং বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
