অনুমোদন ছাড়া দাম বৃদ্ধি অন্যায়: ক্যাব সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১২, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৩:২৮, ৪ ডিসেম্বর ২০২৫
ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: সংগৃহীত
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও অবসরপ্রাপ্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আইন অমান্য করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানো ভোক্তাদের অধিকার লঙ্ঘন। সরকারের পক্ষ থেকে তা তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
সফিকুজ্জামান বলেন, আজকের বৈঠক অত্যাবশ্যকীয় পণ্য আইন সম্পর্কিত। এই আইন অনুযায়ী কিছু পণ্যের মূল্য নির্ধারণের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। দাম নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট ফর্মুলা রয়েছে, যা মেনে চলা বাধ্যতামূলক।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার (২ ডিসেম্বর) হঠাৎ করে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যদি রিফাইনারি অ্যাসোসিয়েশন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ না করে এমন সিদ্ধান্ত নেয়, তবে এটি আইন ভঙ্গ এবং ভোক্তাদের অধিকার লঙ্ঘনের শামিল।
ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে তিনি দাবি করেছেন, যা দাম বৃদ্ধি পেয়েছে তা অন্যায়ভাবে করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন বলেছেন, অনুমোদন ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানো যাবে না এবং এটি আইন সংগত নয়। মন্ত্রণালয় এই ঘটনা সম্পর্কে সময়মতো জানতে পেরেছে এবং যেসব সংস্থা অনুমোদন ছাড়া দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সফিকুজ্জামান আরও বলেন, আইন অনুযায়ী রিফাইনারি বন্ধ করার মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রতিযোগিতা আইন, ভোক্তা অধিকার আইন এবং বিশেষ আর্থিক বিধি অনুযায়ী যারা মজুত করে দাম বৃদ্ধি করছে, তাদের শাস্তি দেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই অপারেশনে নেমেছে এবং যাচাই করছে কোথায় এই ব্যত্যয় ঘটেছে। সরকার কী ব্যবস্থা নেবে তা দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।
সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে সফিকুজ্জামান বলেন, বর্তমানে সরকারের সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা ও অন্যান্য চ্যালেঞ্জ রয়েছে। তবে নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় সরকারের আরও বেশি মনোযোগ থাকা উচিত, যাতে ভোক্তারা অন্যায়মূলক দাম বৃদ্ধি থেকে সুরক্ষা পান।
