বাংলাদেশে শিগগিরই ‘পেপ্যাল’ চালু : গর্ভনর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৫, ৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালু হচ্ছে। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজেই বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, অনলাইনে ক্রয়-বিক্রয়ে পশ্চিমা বিশ্ব এগিয়ে গেছে, তাই বাংলাদেশকেও এই বাজারে প্রবেশ করতে হবে। এজন্য আন্তর্জাতিক পেমেন্ট চ্যানেল ও শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি অপরিহার্য।
ড. মনসুর আরও জানান, বাংলাদেশ ব্যাংক বিসিকের উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ দিতে প্রস্তুত, তবে ঋণ আদায়ের সক্ষমতা নিয়ে কিছু শঙ্কা রয়েছে। তিনি বলেন, “উৎপাদন বাড়াতে সরকারি বরাদ্দ ২৫ হাজার কোটি টাকা হলেও ব্যাংকগুলো তা কার্যকরভাবে বিতরণ করতে পারছে না।”
তিনি আইটি-ভিত্তিক প্ল্যাটফর্মের ওপর জোর দিয়ে বলেন, ক্রেতার কাছে সরাসরি পণ্য পৌঁছে দিতে আলাদা প্রোফাইল, রিয়েল টাইম তথ্য ও শপিং সিস্টেম থাকা প্রয়োজন। পেপ্যাল ব্যবহার করে বৈশ্বিক লেনদেন, টাকা পাঠানো-নেওয়া এবং বিল প্রদানের কাজ সহজ হবে।
এ ছাড়া পরিবেশবান্ধব শিল্পায়নেও গুরুত্ব দিতে বলেছেন গভর্নর। তিনি সতর্ক করে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, সৌরশক্তি ব্যবহার এবং পানির সঠিক ব্যবস্থাপনা ছাড়া গ্রিন সার্টিফিকেশন পাওয়া সম্ভব নয়।
ড. মনসুরের মতে, দক্ষতা ছাড়া বড় বরাদ্দ অর্থহীন; ঋণ ফেরত না এলে কার্যক্রম স্থগিত হবে। তিনি বলেন, “চীনের পণ্য আমেরিকায় বসে কেনা যায়, তাহলে বাংলাদেশের পণ্য কেন আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে না?” ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা অসীম এবং সঠিক নীতি প্রয়োগে বাংলাদেশ বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
