সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বাংলাদেশে শিগগিরই ‘পেপ্যাল’ চালু : গর্ভনর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০৫, ৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে শিগগিরই ‘পেপ্যাল’ চালু : গর্ভনর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালু হচ্ছে। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজেই বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, অনলাইনে ক্রয়-বিক্রয়ে পশ্চিমা বিশ্ব এগিয়ে গেছে, তাই বাংলাদেশকেও এই বাজারে প্রবেশ করতে হবে। এজন্য আন্তর্জাতিক পেমেন্ট চ্যানেল ও শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি অপরিহার্য।

ড. মনসুর আরও জানান, বাংলাদেশ ব্যাংক বিসিকের উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ দিতে প্রস্তুত, তবে ঋণ আদায়ের সক্ষমতা নিয়ে কিছু শঙ্কা রয়েছে। তিনি বলেন, “উৎপাদন বাড়াতে সরকারি বরাদ্দ ২৫ হাজার কোটি টাকা হলেও ব্যাংকগুলো তা কার্যকরভাবে বিতরণ করতে পারছে না।”

তিনি আইটি-ভিত্তিক প্ল্যাটফর্মের ওপর জোর দিয়ে বলেন, ক্রেতার কাছে সরাসরি পণ্য পৌঁছে দিতে আলাদা প্রোফাইল, রিয়েল টাইম তথ্য ও শপিং সিস্টেম থাকা প্রয়োজন। পেপ্যাল ব্যবহার করে বৈশ্বিক লেনদেন, টাকা পাঠানো-নেওয়া এবং বিল প্রদানের কাজ সহজ হবে।

এ ছাড়া পরিবেশবান্ধব শিল্পায়নেও গুরুত্ব দিতে বলেছেন গভর্নর। তিনি সতর্ক করে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, সৌরশক্তি ব্যবহার এবং পানির সঠিক ব্যবস্থাপনা ছাড়া গ্রিন সার্টিফিকেশন পাওয়া সম্ভব নয়।

ড. মনসুরের মতে, দক্ষতা ছাড়া বড় বরাদ্দ অর্থহীন; ঋণ ফেরত না এলে কার্যক্রম স্থগিত হবে। তিনি বলেন, “চীনের পণ্য আমেরিকায় বসে কেনা যায়, তাহলে বাংলাদেশের পণ্য কেন আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে না?” ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা অসীম এবং সঠিক নীতি প্রয়োগে বাংলাদেশ বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ