৫ দুর্বল ব্যাংকের গ্রাহক টাকা কীভাবে পাবেন, জানালো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩১, ২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:১৩, ২ ডিসেম্বর ২০২৫
৫ দুর্বল ব্যাংকের গ্রাহক টাকা কীভাবে পাবেন, জানালো বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে শিগগিরিই দুর্বল পাঁচটি ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। প্রথম ধাপে গ্রাহকরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। মেয়াদি আমানতকারীরা তাদের নির্ধারিত সময় অনুযায়ী টাকা তুলতে পারবেন এবং উত্তোলনের দিন পর্যন্ত সুদ পাবেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান নিশ্চিত করেছেন, “এই ব্যাংকে থাকা সকল আমানত সুরক্ষিত থাকবে। যারা এখনই টাকা তুলতে পারছেন না, তার মানে আপনার আমানত হারানো হয়নি। প্রত্যেকেই শেষপর্যন্ত টাকা পাবেন।”
পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদে পরিবর্তন আসবে, এবং পুরনো ব্যাংকগুলোর প্রশাসক পদ ধীরে ধীরে বিলুপ্ত হবে।
বিশ্লেষকরা বলছেন, আমানতকারীদের চাহিদামতো অর্থ ফেরত দেওয়া ও আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আরিফ হোসেন খান বলেন, ‘সরকার যদি মনে করে যে শুধু সরকারি কর্মকর্তা না, আমরা বিভিন্ন যেমন আইন পেশার হোক, অর্থনীতিবিদ হোক, এরকম পেশাজীবীদের মধ্য থেকেও যদি বোর্ডে যুক্ত করলে যদি এটা সমৃদ্ধ হয়, সরকার অবশ্যই এটা করতে পারবে।’
অর্থনীতিবিদ এম কে মুজেরী বলেন, ‘সঞ্চয় করে তো তাহলে কোনো লাভ নাই। কারণ মানুষ চিন্তা করবে ব্যাংকে টাকা রাখব না, বরং নিজের কাছেই রাখা ভালো। এতে প্রয়োজনের সময় আমি ব্যবহার করতে পারব। গ্রাহকদের আস্থা ধরে রাখতে তাদের চাহিদাকে সম্মান করতে যে কিছু কিছু ব্যবস্থা, সেটা নেওয়া উচিত।’
ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের ২০ হাজার কোটি টাকা এরই মধ্যে জমা দেওয়া হয়েছে।
