বদলে গেল ন্যাশনাল ফাইন্যান্সের নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭, ২৬ নভেম্বর ২০২৫
দেশের আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড–এর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি’ করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ নভেম্বর থেকে কার্যকরভাবে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড নতুন নামে দেশের আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমির উদ্দিন সই করা
প্রজ্ঞাপনে বলা হয়, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩–এর ৬৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হলো।
বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সাম্প্রতিক আইন সংশোধনের ফলে এখন থেকে সকল বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নিজেদের নামের শেষে ‘পাবলিক লিমিটেড কোম্পানি’ বা ‘পিএলসি’ উল্লেখ করতে হবে। ফলে ধাপে ধাপে সব প্রতিষ্ঠানই নতুন নাম গ্রহণ করছে।
ন্যাশনাল ফাইন্যান্সও সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের নাম পরিবর্তন করল।
