দেশের বাজারে আজ স্বর্ণের দাম কেমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯, ২৫ নভেম্বর ২০২৫
দেশের বাজারে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন নির্ধারিত মূল্য কার্যকর হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও স্থানীয় বাজারের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে নতুন মূল্য ঘোষণা করে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন এবং মুদ্রাবাজারের স্থিতিশীলতার কারণে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। নতুন দামের ফলে ক্রেতারা আজ থেকে হালনাগাদ মূল্যে স্বর্ণ কিনতে পারবেন।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভরিভিত্তিক নতুন মূল্য দেশের সব জেলায় সমানভাবে কার্যকর হবে।
