আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৮, ১০ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। ছবি: সংগৃহীত
দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি, ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং এলসি খরচ বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই অনুষ্ঠিত মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রির অনুমতি দেওয়া হয়। কিন্তু নভেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬২ মার্কিন ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। এই বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন করে দাম সমন্বয়ের সুপারিশ করেছে কমিশন।
সুপারিশ অনুযায়ী—
- প্রতি ডলার ১২২.৬০ টাকা দরে তেলের মূল্য সমন্বয় করা হবে।
- বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৯ টাকা ২৭ পয়সা বেড়ে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ১৯৮ টাকা ২৭ পয়সা।
- খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা ৮৫ পয়সা বেড়ে দাঁড়াবে ১৭৭ টাকা ৮৫ পয়সা।
উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক বছরে দেশে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১৪ শতাংশ।
