রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

একনেকে ৭,১৫০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন, স্বাধীনতা স্তম্ভে সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৭:৫৮, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৫৪, ১০ নভেম্বর ২০২৫

একনেকে ৭,১৫০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন, স্বাধীনতা স্তম্ভে সময় বৃদ্ধি




রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণে সময় বৃদ্ধিসহ ১২টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সোমবার (১০ নভেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১৫০ কোটি ৯০ লাখ টাকা, যা সম্পূর্ণ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৯টি, সংশোধিত ২টি এবং মেয়াদ বাড়ানো ১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।


যে প্রকল্পগুলো অনুমোদন পেয়েছে
একনেক অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
মানিকগঞ্জ ও সাতক্ষীরার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন,
কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা উন্নয়ন,
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন,
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে নতুন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন।


এছাড়া রয়েছে—
নড়াইল-কালিয়া মহাসড়কে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ,
‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল’ প্রকল্প বাস্তবায়ন,
ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অফিসারদের জন্য আবাসন নির্মাণ,
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট ও নার্সিং অধিদপ্তরের সমন্বিত উন্নয়ন প্রকল্প।
আগে অনুমোদিত ৯টি প্রকল্প সম্পর্কেও অবহিতকরণ
বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ইতোমধ্যে অনুমোদিত ৯টি প্রকল্প সম্পর্কেও সদস্যদের অবহিত করেন। এর মধ্যে রয়েছে:
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ,
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন,
শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ,
তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষতা উন্নয়ন,
উপকূলীয় বন ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি,
মেহেরপুরে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা জোরদার,
ঢাকা শহরের অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন,
র‍্যাবের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু