শেয়ার বিক্রিতে বাড়তি সময়, স্বস্তি বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১১, ৯ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ছবি: সংগৃহীত
বিনিয়োগকারীদের স্বস্তি দিতে নতুন মার্জিন ঋণ বিধিমালা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নীতিমালা অনুযায়ী, যেসব শেয়ার ঋণযোগ্য নয়, সেগুলো বিক্রির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের পর্যাপ্ত সময় দিয়ে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা। আগে নন-মার্জিন শেয়ার বিক্রির সময়সীমা কম থাকায় ঋণ সমন্বয়ে চাপ তৈরি হয়েছিল, যা নিয়ে বাজারে একধরনের অস্বস্তি বিরাজ করছিল।
নতুন বিধিমালার মূল দিকগুলো:
৫ লাখ টাকার কম বিনিয়োগে আর মার্জিন ঋণ নয়।
আগে যারা ৫ লাখ টাকার কম বিনিয়োগে ঋণ নিয়েছিলেন, তাদের এক বছরের মধ্যে বিনিয়োগ ৫ লাখে উন্নীত করতে হবে।
১০ লাখ টাকার নিচে বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগের সর্বোচ্চ ৫০% পর্যন্ত ঋণ নিতে পারবেন।
ঋণগ্রহীতার পোর্টফোলিওর নিজস্ব বিনিয়োগমূল্য ৫০% এ নেমে এলে বাধ্যতামূলক ‘ফোর্স সেল’ হবে।
পূর্বে এই সীমা ছিল ৭৫% এ মার্জিন কল।
বিনিয়োগকারীদের সংগঠন ও শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, বিএসইসির এই উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে বাজারে অস্থিরতা কমবে এবং ঋণ নীতিতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
