রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৯, ৯ নভেম্বর ২০২৫

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ / ফাইল ছবি

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে নতুন সরকার—এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, “নতুন সরকার আসার পর পে কমিশনের সুপারিশগুলো বিবেচনা করা হবে। আমরা আমাদের কাজের জায়গা থেকে যা প্রস্তুত করা দরকার, তা করে দিচ্ছি।”

তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকারের পরবর্তী বৈঠক হবে ১৫ নভেম্বর। “আইএমএফের সঙ্গে আমার জুমে কথা হয়েছে। তারা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি নিয়ে সন্তুষ্ট। রাজস্ব আয় ও ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে,” বলেন অর্থ উপদেষ্টা।

তিনি আরও বলেন, “আমাদের ব্যাংকিং সেক্টর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিছু সংস্কার শুরু করেছি, বাকিগুলো ধীরে ধীরে করা হবে। এগুলো আগামী সরকারের জন্য রেখে যাচ্ছি।”

আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “এখন এর প্রয়োজন নেই। আইএমএফ রিভিউ সম্পন্ন করেছে। রাজনৈতিক সরকার আসার পর তারা আবার ফেব্রুয়ারিতে রিভিউ করবে, তারপর সিদ্ধান্ত নেবে।”

প্রসঙ্গত, গত ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করে সরকার। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন। তবে গত দুই বছর ধরে দেশের উচ্চ মূল্যস্ফীতি মানুষের প্রকৃত আয়ে চাপ সৃষ্টি করেছে, যার প্রেক্ষাপটেই নতুন বেতন কাঠামো নির্ধারণে উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু