নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৯, ৯ নভেম্বর ২০২৫
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ / ফাইল ছবি
নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে নতুন সরকার—এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, “নতুন সরকার আসার পর পে কমিশনের সুপারিশগুলো বিবেচনা করা হবে। আমরা আমাদের কাজের জায়গা থেকে যা প্রস্তুত করা দরকার, তা করে দিচ্ছি।”
তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকারের পরবর্তী বৈঠক হবে ১৫ নভেম্বর। “আইএমএফের সঙ্গে আমার জুমে কথা হয়েছে। তারা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি নিয়ে সন্তুষ্ট। রাজস্ব আয় ও ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে,” বলেন অর্থ উপদেষ্টা।
তিনি আরও বলেন, “আমাদের ব্যাংকিং সেক্টর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিছু সংস্কার শুরু করেছি, বাকিগুলো ধীরে ধীরে করা হবে। এগুলো আগামী সরকারের জন্য রেখে যাচ্ছি।”
আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “এখন এর প্রয়োজন নেই। আইএমএফ রিভিউ সম্পন্ন করেছে। রাজনৈতিক সরকার আসার পর তারা আবার ফেব্রুয়ারিতে রিভিউ করবে, তারপর সিদ্ধান্ত নেবে।”
প্রসঙ্গত, গত ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করে সরকার। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন। তবে গত দুই বছর ধরে দেশের উচ্চ মূল্যস্ফীতি মানুষের প্রকৃত আয়ে চাপ সৃষ্টি করেছে, যার প্রেক্ষাপটেই নতুন বেতন কাঠামো নির্ধারণে উদ্যোগ নেওয়া হয়েছে।
